Skip to main content


অসময় অসময়ে এসে কড়া নাড়ল
                      সময়ের দরজায়
গিঁট বাঁধা হল না
     পুঁথিগুলো ছড়িয়ে পড়ল মেঝেয়

সেগুলো মাড়িয়ে মাড়িয়ে ঘরে আসল
                     উদাসীন অসময়

এসো এসো, আমার খেদ নেই কোনো
   ছড়িয়ে পড়া পুঁথি জড়ো হবে অন্য সময়

বলো, কি চাই তোমার, অসময়?

অশোক বোধের গহনে কোনো দীর্ঘশ্বাস নেই
মনের কিনারা বেয়ে সূর্যাস্তের ঢলে পড়া আলো

ঝরে পড়া বুনোফুল ধরিত্রীর আশীর্বাদ নিল
                          ধূলোর টিকায়

শান্ত মনে লাগল ভাঁটার টান

Category