সৌরভ ভট্টাচার্য
26 November 2015
অসময় অসময়ে এসে কড়া নাড়ল
সময়ের দরজায়
গিঁট বাঁধা হল না
পুঁথিগুলো ছড়িয়ে পড়ল মেঝেয়
সেগুলো মাড়িয়ে মাড়িয়ে ঘরে আসল
উদাসীন অসময়
এসো এসো, আমার খেদ নেই কোনো
ছড়িয়ে পড়া পুঁথি জড়ো হবে অন্য সময়
বলো, কি চাই তোমার, অসময়?
অশোক বোধের গহনে কোনো দীর্ঘশ্বাস নেই
মনের কিনারা বেয়ে সূর্যাস্তের ঢলে পড়া আলো
ঝরে পড়া বুনোফুল ধরিত্রীর আশীর্বাদ নিল
ধূলোর টিকায়
শান্ত মনে লাগল ভাঁটার টান