Skip to main content

আমার আশ্রয় কাঁচা অথবা পাকা বাড়ি নয়
  যে ভূমিকম্পে বা বন্যায় ধ্বংস হবে

আমার আশ্রয় অর্থ, মণি- মাণিক্য নয়
 যে চোর ডাকাতে নিয়ে যাবে

আমার আশ্রয় পাণ্ডিত্যের শংসাপত্র নয়
 যে তা হারালে আমার সর্বস্ব যাবে

আমার আশ্রয় আমার ওপর তোমার বিশ্বাস
   বারবার ভেঙে পড়লেও
      যা ফিরিয়ে দিয়েছে তোমার চোখ

কতবার নিঃস্ব করে নিজেকে
    শূন্য হাতে, জীর্ণ হৃদয়ে
 আত্মগ্লানির ওড়না জড়িয়ে নিজেকে মৃত্যুর হাতে সঁপতে চেয়েছি
অসহায় কীট যেমন মাকড়সার জালে আটকে করে মৃত্যুর প্রতীক্ষা
                    সব লড়াইয়ের শেষে

আমিও আটকেছি নিজের রিপুর জালে রঙীন আদিম চক্রান্তে
                    নিজের বিরুদ্ধে নিজে

মৃত্যু আসেনি। তুমি এসেছো।

আজ বুঝেছি, আমার আমির চেয়েও সত্য তোমার তুমি
     আর সেই তুমির ছায়ায় আঁকা
     এক তুলির টানে আমার আমি

এ দাগ মেটায় সাধ্য কার?

 

(ছবি - Joydeep Ghosh)

Category