Skip to main content

বুকের ঠিক মাঝখানে জ্বলছে
দাউ দাউ করে একটা দাবানল।
তাকে ঘিরে রেখেছে বিস্তীর্ণ বরফের
ঠান্ডা একটা উপত্যকা।

আমি দূরে বসে অপেক্ষায় আছি-
আগুন নিভবে বরফে?

না, বরফ গলে নদী হবে আগুনে?
আমি চাইছি বন্যার সাথে দাবানল,
তাই ভয় ওই ঠান্ডা বরফে।