সৌরভ ভট্টাচার্য 10 October 2014 বুকের ঠিক মাঝখানে জ্বলছে দাউ দাউ করে একটা দাবানল। তাকে ঘিরে রেখেছে বিস্তীর্ণ বরফের ঠান্ডা একটা উপত্যকা। আমি দূরে বসে অপেক্ষায় আছি- আগুন নিভবে বরফে? না, বরফ গলে নদী হবে আগুনে? আমি চাইছি বন্যার সাথে দাবানল, তাই ভয় ওই ঠান্ডা বরফে। Category উপপত্র Log in or register to post comments