Skip to main content

আমার প্রদীপটা নিভেছে খানিক আগে
শেষ ধোঁয়াটাও মেলালো বাতাসে, এই তো,
পোড়া পলতেটা লেগে আছে এখনও
একটা আলতো ছোঁয়ায় ঝরে যাবে যদিও
                             ও নিজেও জানে
তবু হাত দিয়ে দেখো
                 প্রদীপটা গরম এখনো

পুরোটা ঠান্ডা হওয়ার আগে
কারোর ছোঁয়ায় আবার যদি জ্বলে ওঠে-
             এই আশায় বুক বেঁধে বসে
নেভা প্রদীপ হাতে করে
চাতকের মত চেয়ে।

Category