সৌরভ ভট্টাচার্য
24 May 2015
ভীষণ ধূলো ঝড় উঠেছে
কানে নাকে চোখে মুখে ঢুকছে ধূলো
দেখতে দেখতে দুটো হাতের মুঠো
ভরে উঠলো ধূলোয়
বারে বারে ফেললেও
আবার ধূলো উঠছে মুঠো ভরে
তবু হাত পাতছি অভ্যাসের বশে।
আমি ধূলো চাই না
কিছু পেতে চাই
এই ঝড়ের মধ্যেও
যদি এক পশলা বৃষ্টি এসে হাতটা ভিজিয়ে যায়।