sumanasya
2 December 2023
যে কথাগুলো স্বস্তি দেয় না আমায়
যে স্মৃতিগুলো
মেঘলা আকাশের নীচে মেলা
কাপড়ের মত জাগিয়ে রাখে
বৃষ্টির সতর্কতায়
তুমি ওদের মত
তাড়া করে বেড়িও না আমায়
থেকে অপেক্ষায়
সব বলে যাব তোমায়
অপেক্ষার ভার নিতে পারি না আজকাল
মৃত্যু বড় আকস্মিক
অ-পথগামী
বিশ্বাস করি না তাকে
তবু যে কথারা
যে স্মৃতিরা
এমনকি যে ভালোবাসারা
স্বস্তি দেয় না আমায়
সব জানিয়ে যাব
অসময়ে
আড়ম্বরহীন
তুমি শুধু অনপেক্ষ থেকো
অসংশয়