Skip to main content

যে কথাগুলো স্বস্তি দেয় না আমায়

   যে স্মৃতিগুলো

      মেঘলা আকাশের নীচে মেলা

               কাপড়ের মত জাগিয়ে রাখে

                          বৃষ্টির সতর্কতায়

 

তুমি ওদের মত

     তাড়া করে বেড়িও না আমায়

               থেকে অপেক্ষায়

 

সব বলে যাব তোমায়

 

অপেক্ষার ভার নিতে পারি না আজকাল

      মৃত্যু বড় আকস্মিক

              অ-পথগামী

 

বিশ্বাস করি না তাকে

 

তবু যে কথারা

    যে স্মৃতিরা

        এমনকি যে ভালোবাসারা

             স্বস্তি দেয় না আমায়

 

সব জানিয়ে যাব

 

   অসময়ে

        আড়ম্বরহীন

 

তুমি শুধু অনপেক্ষ থেকো

                অসংশয়

Category