Skip to main content
আসলে কেউ আসল নয়
সাজঘর বদলে যায়
   মঞ্চ বদলে যায়
      দর্শক বদলে যায়

  অভিনয় চলতেই থাকে
     চলতেই থাকে

নিজের মুখোমুখি হলে 
      করুণ হাসি বিনিময়
          স্বল্পক্ষণের জন্য

  মঞ্চ, আলো, দর্শক অপেক্ষায়, 
              নামতে হবে

   জীবন মঞ্চে একটাই পার্থক্য
      এখানে দর্শকেরাও অভিনেতা
              আসল নয়


Category