Skip to main content

আমার কিছু কিছু অসহায়তা তো
    আমি নিজেই বুঝি না
        তোমায় বোঝাব কি করে?

আগাম বৃষ্টির খবর পায় পিঁপড়েরা, 
    মুখে ডিম নিয়ে বাসা ছাড়ে, 
                  দেখেছি তো।
  পাখিকেও দেখেছি বাসা বাঁধার তোড়জোড় করতে 
  খবর পেয়েছে ও-ও।

ঘর ভেঙে তছনছ হওয়ার পর বুঝেছিলাম 
             ঝড় এসেছিল
   তোমার চোখে যে অশনিসংকেত ছিল
               খেয়াল করিনি তো!

  ভবিষ্যতেও যে করব, কথা দিতে পারি কি?
      পারি না। 
      না তোমায়, না নিজেকে।

Category