সৌরভ ভট্টাচার্য
11 November 2019
জিভ আর কলম ভ্রমণে বেরিয়েছে,
সামনে চলেছে দরদী পেয়াদা
রক্ষাকবচ,
কবচের ভিতর বিধাতার চোখ
শিরোপা পাওয়া জিভ বলল, দাদা ওদিকে স্তূপাকার ওসব কি?
নেপথ্যে ভাসে
চীৎকার চাপা চিঁহি চিঁহি গলা,
বারুদ বারুদ বারুদ
বেজে উঠল জয়ধ্বনি কাড়ানাকাড়া
রাস্তাঘাটে সেকি হুল্লোড় আবীর খেলা
রাজপথ দেখো সোনায় মোড়া
সব কোকিলের অকাল বসন্ত
আয় সবে আয়
ওই দেখা যায় সুখের ফোয়ারা
খেতাব পাওয়া কলম বলল, দাদা,
ওটা কোন দেশের শিল্প?
হাওয়ায় ভাসা ফিসফিসানি
কঙ্কাল কঙ্কাল কঙ্কাল
বেজে উঠল স্তবগান
ঈশ্বর প্রণামী বাক্স হাতে চেপে বসলেন ট্রেনে
থুড়ি, উড়ো জাহাজে
পুষ্পবৃষ্টি করল নাজুক নাজুক দেবতারা
সারিগান ওঠে নদীতে সাগরে
কবি শুধালেন, সুরাপাত্র হাতে
কি রাগ পেয়াদা?
টোড়ী না কেদারা?