Skip to main content

 

অরুন্ধতী রায়ের কোনো মন্তব্য কোথাও কী কেউ পড়েছেন? আমি কি মিস করে যাচ্ছি? একটু অবাকই হচ্ছি, এমনটা তো সাধারণত দেখি না। মেধা পাটকারের কথাও মনে এলো। আসলে এত খবর, এত বাইট, এত কিছু চারদিকে সব সময় সবটা ফলো করা সম্ভব না। কদিন ধরে এঁদের কথা খুঁজছিলাম। কেউ কী কিছু পড়েছেন?

সোশ্যাল মিডিয়া বলেই আরেকটা কথা বলে রাখি, এটা নিছকই আগ্রহ থেকে প্রশ্ন। কোনো রাজনৈতিক স্ট্যাণ্ড পয়েন্ট থেকে প্রশ্নটা না। আর ওঁরা ঘটনাচক্রে কোনো মন্তব্য না করে থাকলেও যে ওঁদের কাজের উপর আমি কুমন্তব্য করব, বা ভালোবাসা হারাব, তাও কিন্তু না।

আসলে কদিন ধরে একজন নাট্যকর্মী, অভিনেতাকে যেভাবে "ট্রোল্ড" হতে দেখছি, একটু আশঙ্কাই হয়, "ভালো লাগেনি" বলতে গিয়ে কখন যে লাগামছাড়া অশালীন মন্তব্যের ঢেউয়ের আঘাত প্রত্যাঘাতের খেলা শুরু হয়ে যায় এখানে। তখন নিজেরই কুণ্ঠা লাগে, কেন পড়তে গিয়েছিলাম বলে।

আসলে অনেকক্ষেত্রেই দেখছি "হেট স্পিচ" আর ইস্যু বেসড প্রতিবাদের ভাষা গুলিয়ে যাচ্ছে। বাকস্বাধীনতাতে কি হেটস্পিচ পড়ে? যদিও এটা সম্ভব এখানে। কারণ সোশ্যাল মিডিয়া আসার আগে যে কোনো মিডিয়াতেই যা কিছু পড়েছি সেখানে সেটা এডিটেড হয়ে আসত। সেখানে এডিটিং একটা মস্ত চেকপয়েন্ট। কিন্তু সোশ্যালমিডিয়ায় সে এডিটিং বা চেকপয়েন্ট তো একমাত্র আমার রুচিবোধ। এখন রুচি কি আর তর্কের বিষয়?

যা হোক। যদি কেউ কিছু জেনে থাকেন, জানাবেন প্লিজ। 🙏