সৌরভ ভট্টাচার্য
4 July 2015
বেঁচে থাকাটা
যার নাগালের বাইরে চলে যাচ্ছে
প্রতিদিন একটু একটু করে
দোহাই একটু জোরে পা চালাও
ওর পাশে পৌঁছাতে হবে আজই
আর বেশি দেরি না করে।
যার দীর্ঘশ্বাসে বালিশ বিছানা পুড়ছে
এমনি কি ঘরের ছাদেও যার পোড়ার দাগ
দোহাই ভাই, আরেকটু জোরে ছোটো
ওর শেষ নিশ্বাস বেরোবার আগেই
ওর বুকে রাখতে হবে হাত।
যে তার জীবনের সব বেঁচে থাকার সাধগুলো
পাকিয়ে দড়ি বানিয়েছে
ওই যে বাঁধছে পাখায়,
ঝুলবে বলে
দোহাই মাগো, আরো জোরে, আরো জোরে ছোটো
তোমার আঁচলে আছে ওর বেঁচে থাকার গন্ধ
দু হাত ভরে ছেটাবে ওর মুখে।
অনেক দৌড়, অনেক দৌড় বাকি
পূব পশ্চিম সব একাকার করে
"সব পথ যদি শেষ হয়ে যায় খাদে"
এ ভয়েই যে পঙ্গু হয়ে ঘরে।