সৌরভ ভট্টাচার্য 5 December 2014 শূন্য প্রাণ তুমি এমন কিছু বলো যা কথার চাইতে বেশী শেষ না হয়েও না হোক শেষ বার বার শুনি, আরো শুনি যেন হতেই না চায় শেষ-ই একঘেঁয়ে হবে? কক্ষণো না কিছুই চেনো নি আমায় নিভলে প্রদীপ, জানলা খুলি দেখো চেয়ে জোনাকি তারায় তারায়। Category কবিতা Log in or register to post comments2 views