Skip to main content
 
শিল্পী জঙ্গলে ঢুকে কাগজ তুলি রঙ বার করে গুছিয়ে বসলেন। একটা হিংস্র বাঘ, একটা দুর্ধর্ষ নেকড়ে আর একটা ধূর্ত হায়নার ছবি আঁকবেন তিনি। বর্বরতা - ছবির বিষয় তার।
আঁকলেন।
খানিকবাদেই জঙ্গলের মধ্যে সত্যিকারের, এক্কেবারে রক্ত-মাংস-ক্ষুধা-বর্বরতা দিয়ে তৈরি বাঘ, নেকড়ে আর হায়না হুংকার দিয়ে এলো তেড়ে।
শিল্পী আতঙ্কে শিউরে উঠলেন। দাপাদাপি করলেন। কান্নাকাটি করলেন। রাগ করলেন বিস্তর। অভিমানী হয়ে উঠলেন।
 
তারপর বাড়ি এসে বললেন, জঘন্য অকৃতজ্ঞ বর্বর জঙ্গল একটা। জঙ্গল মানে নীলাকাশ, হরিণ, পদ্ম, বড়জোর কয়েকটা ডেঁয়ো পিঁপড়ে থাকবে। তা বলে এক্কেবারে এত হিংস্র পশু! আমি কক্ষনো আর খেলব না! আড়ি..আড়ি...আড়ি...
তারপর নিরীহ থুতু দিয়ে ছবি বিক্রীর টাকাগুলো গুনেগুনে নিলেন।