সৌরভ ভট্টাচার্য
5 February 2015
যেন ছুঁয়েই ফেলেছিলাম আরেকটু হলেই
আরেকটু হলেই যেন জেনে ফেলেছিলাম
বোধায় বুঝেই ফেলতাম প্রথম থেকে শেষ
হল না যে
যবনিকা পড়ল হঠাৎ, যেমন পড়ে
প্রজাপতির মত উড়ে গেল, ফুড়ুৎ!
মন বলল, ইস্, আর একটু হলেই..
প্রাণ বলল, ধুস্
কে যেন বলল, বেশ হয়েছে
আমি দীর্ঘশ্বাস ফেললাম, অন্যদিকে তাকালাম
একটা মৌমাছি গুনগুন করতে করতে খুঁজছে, খুঁজুক