Skip to main content

আমার মনে খুব একটা কঠিন প্রশ্ন গজিয়েছে। বলে ফেলি, কি বলেন।
প্রশ্নটা হল, আচ্ছা ফেলুদাকে নিয়ে সত্যজিৎবাবু ছাড়া আর কেউ লিখেছেন?
কিম্বা ব্যোমকেশকে নিয়ে শরদিন্দুবাবু ছাড়া আর কেউ লিখেছেন?
অথবা ঘনাদাকে নিয়ে পেমেন মিত্তির ছাড়া, বা নিদেন কাকাবাবু কিম্বা কর্ণেলকে নিয়ে সুনীলবাবু, সৈয়দবাবু ছাড়া....
হঠাৎ এসব কথা কেন? এই তো? আসলে আমাদের দুখানা মহাকাব্য নাড়াচাড়া করতে গিয়ে মাথায় এলো। এই দুই মহান পুরুষকে নিয়ে আর কেউ কেন কিছু বিশদে লিখলেন না? না, বলি একমাত্র ব্যাসদেব আর বাল্মীকির বাড়িতেই পেন ছিল আর কারোর বাড়িতে ছিল না, তা কি হয়? অমন গুছিয়ে না লিখুক, আলগোছভাবে লিখুক। যেমন জেনোফন, অমন গুছিয়ে সক্রেটিসের কথা কই লিখেছিল? যেমন ধারা প্লেটো লিখেছিল।
কেউ কেউ বলে, এখানে ওখানে অমন নাম আছে। তাই নিয়েও আবার বেজায় ধন্ধ। তা বাপু শুধু নামখেন লিখেই ছাড়লেন কেন? বাকি তথ্য কই?