Skip to main content
অরণ্য

এ আমার একলা অরণ্য। একা অরণ্য।

এর শিকড়ে আমার স্মৃতির অববাহিকা
ওরা চুপিচুপি কথা বলে
কান্নাগুলো শিশিরে ভিজে আজও উজ্জ্বল
মায়ের আঁচলের গন্ধ, বাবার হাতের স্পর্শ
ফেলে আসা বন্ধুর টিফিন বক্স
কারোর ওড়নার গন্ধ
              ওরা কথা বলে। একা একা।

এ অরণ্য ডাকে কুয়াশায়, ইশারায়
বাইরের ডাক এত গভীরে আসে না
                   আসতে পারে না

ফিরি অরণ্য থেকে একা,
অরণ্য বিদায় জানিয়ে যায় ভাঙা স্বপ্নে

ফিরি যখন
তখনও আমার গায়ে অরণ্যের গন্ধ
চেনা সংসার বলে, কোথায় ছিলে?

বলি, এই তো আছি...
আমার কথায় সে অরণ্যের বিস্মৃত ফুলের গন্ধ


( Samiran দার তোলা এই ছবিটা বুকে মাথায় জমাট বেঁধে ছিল কুয়াশার মত বেশ কিছুদিন ধরে। অবশেষে তার আবছা একটা রূপ দেখলাম। মুগ্ধতাকে আর কি ভাবেই বা প্রকাশ করি। ধন্যবাদ দাদা আবারও সুযোগ দেওয়ার জন্য)

Category