Skip to main content
 
মানুষের হিংসার দলিল
   সংগ্রহ করে কি হবে?
 
পাঁকের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে 
         অবশেষে
   কোনো একদিন নদীর কাছে
 
         পৌঁছিয়েই যাবে মানুষ
 
ঘাড় তুলে 
   তুলোর মত নরম নীলে চোখ ডুবিয়ে বলবে
        "আরাম পেলাম প্রাণে"

Category