Skip to main content

বুকের মধ্যে একটা আলপিন ফোটালে
জিজ্ঞাসা করলে, লাগছে?
বললাম, না

তারপর একটা বড় পেরেক গাঁথলে
                            পাঁজর চিরে
জিজ্ঞাসা করলে, লাগছে?
দাঁতে দাঁত চেপে বললাম, না তো!

সব শেষে একটা ধারাল ছুরি দিয়ে বুকটাকে
                      এফোঁড় ওফোঁড় করলে
জিজ্ঞাসা করলে, লাগছে?
যন্ত্রণায় ভিতরে কুঁকড়ে গিয়েও বললাম
            না গো!

এখন আর ব্যাথা নেই সত্যিই
ক্ষতটায় মাটি জমেছে
জন্মেছে নরম সবুজ দূর্বা
তার উপর হেঁটে বেড়াই, আরাম লাগে
আরো অনেকে আসে হাঁটতে, ভাল লাগে

কয়েকটা ঘাসে শুধু এখনো রক্তের ছিটে লেগে
আড়াল রেখেছি বনফুলে

Category