Skip to main content

কিসের টান?
যেন পাঁজরগুলো গুঁড়িয়ে যাবে এখনি
দূরের থেকে দেখলাম, তোমার ধ্যানমগ্ন মুখমণ্ডল
কি জ্যোতিতে উদ্ভাসিত, জানি না তো গো 
সামনে গিয়ে দাঁড়াই সে সাহস নেই
যেদিক থেকে বাতাস বয়ে তোমার দিকে ছুটছে
তার থেকে সরে দাঁড়াই, পাছে আমার গায়ের গন্ধে তোমার ধ্যান ভাঙে
গ্রীষ্মে দগ্ধ হলাম। বর্ষায় ভিজলাম। বসন্তে হা হা কার করে উঠলাম।
শত সহস্রবার হলাম মূর্ছিত।
  তবু ডাকিনি তোমায়। কাছে যাইনি। ভাঙাইনি তোমার ধ্যান।

কত যুগ গেল কেটে। আমার চঞ্চলতা স্থির হল। 
চাওয়ার ইচ্ছাগুলো শুকনো লতার মত শুকিয়ে মরল। 
তুমি ধ্যানমগ্ন। আমি তৃষ্ণামগ্ন। 
প্রদীপের জ্যোতিতে যে আলো সে তুমি
প্রদীপের বুকে যে দাহ সে আমি

আজ কোনো পরিণাম চাই না আমি
না তোমার, না আমার। 
শুধু একান্ত প্রার্থনা রাখো আমার 
  এ তৃষ্ণাটুকু থাক আমার জন্মজন্মান্তরের সাথি হয়ে
তোমার আত্মমগ্ন জ্যোতিতে থাকি আমি
তোমার তৃষ্ণামগ্নতায় তোমার পূর্ণতায় 
              অপূর্ণ, চির-অতৃপ্ত হয়ে

Category