Skip to main content

প্রত্যক্ষ চাপ তো জীবনে আছেই। আরেকটা আছে পরোক্ষ চাপ। যখনই আমি কারোর নিন্দা করছি, বা সমালোচনা করছি, তখনই আমার মনে একটা ক্ষোভ, বিদ্বেষ, বিরূপতা তৈরী হচ্ছে। সেটা আমার মনের পক্ষে অতিরিক্ত চাপ।
তার চেয়ে থাক। 'আমি কারোর স্বভাব শুধরাতে পারি না' এই সহজ সিদ্ধান্তটা মেনে নিলেই হল।
অবশ্য এটা জীবনের ব্যক্তিগত সীমাতেই খাটে। যতটা আমার হাতে আর কি! আমারই তো হাত। সে হাতটা ডাস্টবিনে ঢোকাব কি না, বা কতটা ঢোকাব... ডাস্টবিনের জীবাণু আমার হাতে সংক্রামিত হলে, কি করে বাঁচব..... অথবা ডাস্টবিনের বিশ্লেষণে এক্কেবারেই যাব কি না... এ সবই আমার ব্যক্তিগত ইচ্ছা-অনিচ্ছার উপর।
রামকৃষ্ণদেবের একটা উপমা মনে পড়ে গেল - অন্যকে মারতেই ঢাল তরোয়াল লাগে, নিজের জন্য একটা নরুনই যথেষ্ট।
পরীক্ষা প্রার্থনীয়।