সৌরভ ভট্টাচার্য
27 June 2016
ঘন কালো এলো চুল ছড়িয়ে সে দাঁড়িয়ে
এক মাথা সিঁদুর
বুকের মধ্যে সারা দিনের কথাদের প্রত্যাবর্তন
পাখিদের ঘরে ফেরার ক্লান্ত ছন্দে
এমন একটা আষাঢ় সন্ধ্যায় দাঁড়িয়ে থাকতে থাকতে মনে হল
আশেপাশে কিছু মানুষ আছে একা
দাঁড়িয়ে আমারই মত,
বুক ভরাট করা কালো মেঘ জমেছে তাদেরও বুকে
থরে থরে বিষণ্ণ উদাসীনতায়
ওরা তাকিয়ে আছে ঘরে ফেরা পাখিদের দিকে
কোন পাখির ডানায় আছে তাদের অসম্পূর্ণ কথার
শেষ শব্দগুলো