সৌরভ ভট্টাচার্য
9 June 2018
আমি কখনও ত্রিভুজ
কখনও চতুর্ভুজ
কখনও বৃত্তের
ভিতর দিয়ে বাইরে তাকাচ্ছি
আকাশের গায়ে এটা ওটা ছুঁড়ে মারছি
সমস্ত শক্তি দিয়ে
ঠেলে সরিয়ে দিচ্ছি খাট আলমারির মত সব
পোকায় কাটা ফল রঙ করে নিচ্ছি বাজারে
লুকিয়ে গিয়ে,
সাজিয়ে রাখছি রাঙতায় মুড়ে।
আচমকা মৃত্যুকে মোড়ে দেখে
গলিতে ঢুকে পড়ছি মুখ লুকিয়ে
চিহ্নিত করে রাখছি বাঁকগুলো
তবু এত কিছুর পরেও
কি যেন একটা করা বাকি থেকে যাচ্ছে
পুকুরে ঢিল ছুঁড়ে,
বেহিসাবি ঢিল হারাতে হারাতে
নিজেরই তোলা ঢেউ
নিজেই মিলিয়ে যাওয়ার অপেক্ষায় থাকছি