Skip to main content

অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়ল। ঘুমের মধ্যে স্বপ্ন জন্মালো। স্বপ্নেও অপেক্ষা হল না শেষ। এলো না সে। অথচ আসবার কথা দিয়েছিল যেন, স্পষ্টভাবে নয়, ইঙ্গিতে। এমন কতবার হল!

    "অপেক্ষা করার দায় কি শুধু আমার!" - নিজেকে চীৎকার করে বলল সে, নিঃশব্দে। ঠিক করে নিল, আর অপেক্ষা নয়।

    বহুদিন পর বাইরে এলো। যেন গুহায় বন্দী ছিল কতযুগ, স্বেচ্ছাবন্দী! অপেক্ষা শৃঙ্খলে!

    বাইরে এসে দাঁড়ালো। আলো-বাতাস মেখে বিভোর হতবাক, সে বলল, গোটা বিশ্ব অপেক্ষায় ছিল আমার! আমারই দরজায় এমন নীরবে! আমারই অজ্ঞাতে!         

    নিঃশব্দে দীর্ঘশ্বাসকে বলল, এত নির্বোধ ছিলাম আমি!

    ঝড় উঠল তার সে শ্বাসে। শুকতারা ভেজা এক বিন্দু জল পড়ল এসে কপালে।