সৌরভ ভট্টাচার্য
30 December 2020
সব ঠিক আছে
সব একইরকম আছে
আমিও ঠিক আছি
আমিও একইরকম আছি
তুমিও ঠিক আছ
তুমিও একইরকম আছ
আমি ভালো আছি
তুমিও ভালো থেকো
আমি কিছুটা তুমি হতে শিখে নিয়েছি
তোমার থেকে ধার করে কিছু কিছু
মুহূর্ত, হাসি, ভালোবাসা, ক্ষমা
সাজিয়ে রেখেছি
তুমি শুধু অপেক্ষা কোরো
ঈশ্বরের সঙ্গে কয়েকটা বাগান ঘুরে
তারপর কোথাও একটা বসে
আমার আসার অপেক্ষা কোরো
শুভ জন্মদিন মা