সৌরভ ভট্টাচার্য
21 November 2014
আপনার সাথে আমার সম্পর্ক 'আপনি' শব্দটার আড়ালে
তাতেই সম্মানের একমাত্র সুতো
যেমন অনেকের চরিত্র দরজার ছিটকিনির উপর নির্ভর করে,
যেমন অনেক ভাল শব্দ অনেক কুৎসিত মনোভাবকে আড়াল করে বা প্রশ্রয় দেয়
তেমন আপনার ক্ষেত্রে আমি 'আপনি' শব্দটাকেই ঢাল করেছি
না না, আপনাকে বাঁচাতে নয়
নিজের সম্মান রক্ষার্থেও নয়
কেবল সম্পর্কটার সম্মানের জন্য
কারণ সম্পর্কগুলোই সমাজের এক একটা ইঁট
নয় কি?
তাকে ধ্বসাই কি করে!