Skip to main content
জল তোলার পর বালতিটা একা আবার
আবার কুয়োয় জলের বুকে পড়তে তো চায় -

                     ঝপাস্

তবু ওর ইচ্ছায় না... দড়ির ইচ্ছায় না... জলের ইচ্ছায় না..
কারোর হাতের ইচ্ছার অপেক্ষায় সময় বয়ে যায়