সৌরভ ভট্টাচার্য
14 October 2016
কেন তুমি বানিয়ে বানিয়ে অপেক্ষা করো?
অপেক্ষাকে জন্ম দাও
তাকে নিয়ে খেলো,
সময় কাটাতে ভালোবাসো - একা, গোপনে।
তোমার চোখে ঠোঁটে মুখে হাতে পায়ে বুকে - অপেক্ষার নিষ্ঠুর আঁচড়!
অপেক্ষাকে জন্ম দাও
তাকে নিয়ে খেলো,
সময় কাটাতে ভালোবাসো - একা, গোপনে।
তোমার চোখে ঠোঁটে মুখে হাতে পায়ে বুকে - অপেক্ষার নিষ্ঠুর আঁচড়!
তবু তুমি জন্ম দাও অপেক্ষার
অথচ জানো ওদের মৃত্যু নেই
ওদের অনন্ত দীর্ঘশ্বাসের ক্ষুধা
ওরা গ্রাস করছে তোমায়
অথচ জানো ওদের মৃত্যু নেই
ওদের অনন্ত দীর্ঘশ্বাসের ক্ষুধা
ওরা গ্রাস করছে তোমায়
আর জন্ম দিও না নতুন অপেক্ষার
এবার অন্তত নিজের জন্য বাঁচো
অপেক্ষাগুলো আগাছার মত থাক
বিনা যত্নে, মিলিয়ে যাবে
তুমি দিগন্তলীন পথের থেকে চোখ ফেরাও
তোমার পায়ের পাশে যে মাটি -
দেখো কয়েকটা ঘাসে ফুল ফুটেছে
বিনা অপেক্ষায় কারো
তুমি ফিরে এসো
অপেক্ষার পা থেকে খোলো আশার বেড়ি
এবার অন্তত নিজের জন্য বাঁচো
অপেক্ষাগুলো আগাছার মত থাক
বিনা যত্নে, মিলিয়ে যাবে
তুমি দিগন্তলীন পথের থেকে চোখ ফেরাও
তোমার পায়ের পাশে যে মাটি -
দেখো কয়েকটা ঘাসে ফুল ফুটেছে
বিনা অপেক্ষায় কারো
তুমি ফিরে এসো
অপেক্ষার পা থেকে খোলো আশার বেড়ি