Skip to main content

ছোটবেলায় প্রসাদ নিতে গিয়ে
একহাত পাতলে মা-ঠাকুমা বলতেন,
"এক হাত না, দু হাত পাততে হয়"


এখন বুঝি,
একহাত পেতে নিতে গিয়ে
অনেক হয়েছে অপচয়।


এখন মাথা নীচু করে সেগুলো খুঁজছি,
অন্তত কয়েকটা যদি ফিরে পাই!