Skip to main content
মেরুন রঙের শাড়ীটার পাড় রাস্তায় লুটাচ্ছিল
  বউটা দৌড়ে গেল আরেক বাড়ির কাজে
      ভীষণ তাড়া। শীতের বিকাল। সন্ধ্যা নামে তাড়াতাড়ি।
 
প্রায় দৌড়াতে দৌড়াতে
একটা কুকুরের বাচ্চাকে বলল, ভাগ!
একটা বাড়ির পাঁচিলে বসা কাককে বলল, হুস!
 
ছেঁড়া চটিটার ফিতে খুলতেই থমকে গিয়ে বলল, ধ্যাৎ!
 
তারপর ছেঁড়া চটিটাই পায়ে গলিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলল পরের কাজের বাড়ি
   সেই বাচ্চা কুকুরটাও চলল লেজ নেড়ে পিছন পিছন
 
     বউটা ঘাড় ঘুরিয়ে বলল, আয়!
 
 

Category