Skip to main content


পথে নেমেছি
হাতের মুঠোয় নিয়েছি কয়েকটা বীজ
ছড়াতে ছড়াতে যাচ্ছি রাস্তার দু'ধারে
ওরা গাছ হবে - আশা রাখি
যে তুমি আসছ আমার পরে
       তোমার জন্য রাখলাম ক'টা গাছ
              ওরা ছায়া দেবে তোমায়

একটা অনুরোধ
পথে নাবার সময় তুমিও নিও
               এক মুঠো বীজ
তোমার পরে যে আসবে তার জন্য

সেও পাক ছায়া
তোমার মত, আমার মত

Category