অনুবাদ
চন্দ্রিমা রাত্রি
সৌরভ ভট্টাচার্য
21 March 2016
স্টেশনের একাকীত্বকে জানান দিয়ে
চলে গেল শেষ ট্রেন।
নীরস উপন্যাসটা বন্ধ করে
ঝরে পড়া পাতার মতো
বেঞ্চের কোণে বসে,
ভোরের ট্রেনের অপেক্ষায়।