Skip to main content

অনবরত আগুনকে দু'ফালা করে রাস্তা কাটছি
অনবরত সমুদ্রের মাঝখানে দাঁড়িয়ে বলছি, তফাত যাও, আমি হাঁটব
অনবরত এক একটা মৃত্যুকে কোলে নিয়ে নিয়ে
      চলার ভারসাম্য রাখার চেষ্টায় আছি

অনবরত সবাইকে হাসিমুখে বিশ্বাস করাতে চাইছি -
     রাস্তাটা কঠিন নয় ততটা
 

Category