অনেকের মত আমিও দৌড়েছিলাম। একাই দৌড় লাগিয়েছিলাম। সবার আগে শেষ প্রান্ত পৌঁছানোর নেশা আমাকেও পেয়ে বসেছিল। ছুটতে ছুটতে আমিও সমুদ্রের তীরে এসে পৌঁছালাম। বালিতে অনেক পায়ের ছাপ, যারা আমার আগে এসেছিল, নানা যুগে, নানা কালে। অনেকের মত আমিও বুঝলাম, আর যাওয়ার নেই কোথাও। কেউ কেউ সব যুগের কিছু নির্বোধের মত সাঁতরাতে লাগল, কেউ ওপারে নিয়ে যাওয়ার নাবিকের অপেক্ষায় রইল। আমি ফেরার পথ ধরলাম, অনেকের মত। আমার আগে অনেকের পায়ের ছাপ, যারা আমার আগে এসে, বুঝে, আমার আগেই ফিরে গিয়েছিল। আমিও ফেরার পথ ধরলাম। মানুষের মধ্যেই পথ, মানুষের মধ্যেই বিশ্রাম, অনেকের মত আমিও বুঝলাম। সাগর পেরোতে চাওয়া অবুঝ প্রাণগুলোর জন্য করুণা হল। ওরা জানে না সমুদ্রের ওপারেও মানুষ। অনেকের মত আমিও শান্ত হলাম। এখনও যে তরুণ প্রাণেরা দৌড়ায় সবার আগে শেষ পরিখা খোঁজার জন্য, তাদের ফেরার জন্য আমিও মিষ্টি শরবৎ বানিয়ে রাখি, অনেকের মত। মানুষের কথা লিখতে চেষ্টা করি পাখির নীড় বানানোর চেষ্টার মত, খড়কুটো দিয়ে, যদিও জানি সব ভেঙে যাবে কালের স্রোতে, তবু আমিও চেষ্টা করি আত্মদানের।
সৌরভ ভট্টাচার্য
27 June 2018