Skip to main content
 
আসলে আমাদের অনেক অবসর আছে। আমাদের জন্য গুগল, ফেসবুক, অ্যান্ড্রয়েড ইত্যাদি অত্যাধুনিক নানা টেকনোলজি, জীবনদায়ী নানা ওষুধ, চিকিৎসার অত্যাধুনিক যন্ত্রপাতি আবিষ্কারের জন্য তো পাশ্চাত্য সভ্যতা রইলই। তাছাড়া ওসব বৈজ্ঞানিক তত্ত্বও তো আমাদের ঋষিমুনিরা কবে লিখে গেছেন। সংস্কৃতে লেখা তাই ওই লালমুখোগুলো বুঝতে পারেনি। তো এত ফ্রি সময় কি করব আমরা? অগত্যা রাম-রহিম এ কাজিয়া বাধিয়ে আর সারাদিন জিও করে ভালোই তো কাটছে, কি বলেন?