সৌরভ ভট্টাচার্য
3 February 2020
মস্তিষ্কের রসদ আনার জন্য, 'অনুষ্টুপ' এর পরিচয়ও তাই - 'মননশীল পাঠকের পত্রিকা ও প্রকাশন'। শ্রদ্ধেয় অরিন্দম চক্রবর্তী, শ্রদ্ধেয়া গায়ত্রী স্পিভাক প্রমুখ মানুষদের লেখা সংগ্রহর তাগিদ টেনে নিয়ে যায়।
শ্রদ্ধেয় Sandipan দার কাছে কৃতজ্ঞতা আর ঋণের অবধি নেই আমার, অনুষ্টুপ পত্রিকার এবারের সংখ্যায় আমার একটা লেখাকে স্থান দেওয়ার জন্য। সশ্রদ্ধ প্রণাম জানবেন দাদা। (স্টল নাম্বার - ৩১২)