Skip to main content


ওদের বোকা বোকা জেদ 
হারতে লজ্জা লাগছে, ইগোতে লাগছে
   জানি তো!
সুক্ষ্ম কঠোর অতিমানবিক নজর তোমার
দেখে নিতে চাইছ, মতলবটা কি?

তবু একটা কথা থেকেই যাবে জানো

চালাকি কোনোদিন 
    বোকামিকে হারিয়ে জেতে না
     সততার কাছে হারে

তুমি যাকে জিত বলো
     তাকে লজ্জাও বলে

Category