sumanasya
11 April 2023
জগন্নাথের সামনে বসে সে বলল, তোমায় জানব, না নিজেকে?
জগন্নাথ বললেন, একই কথা।
ভক্ত বলল, কেমন?
জগন্নাথ বললেন, যেমন রসগোল্লা। জিভের মাধ্যমে রসগোল্লাকে জানো, তাতে জিভকেও জানো।
ভক্ত বলল, তুমি জিভ না রসগোল্লা?
জগন্নাথ বললেন, দুটোই।
ভক্ত বলল, তবে আমি কে? জগন্নাথ বললেন, দুটোই।
======
ভক্ত সারাদিন ভাবে, সে নিজে কি করে দুটোই হয়। প্রভু কি সে?
বাড়ি এলো। জামাকাপড় ছেড়ে খেতে বসেছে, তার মা ভাত বাড়তে বাড়তে বলল, আজ অনেকক্ষণ মন্দিরে ছিলি না?
সে বলল, কি করে জানলে?
মা বলল, তোর সারা গা দিয়ে মন্দিরের গন্ধ বেরোচ্ছে… যেন প্রভু নিজে এসেছেন ঘরে…..
ভক্ত চুপ করে থাকল। এক আকাশ তারা তার দিকে তাকিয়ে হাসছে। সে কই? সব মিলেমিশে যাচ্ছে…. সে কই? কে হাসছে? কার আনন্দ? আনন্দের স্রষ্টা কে, অনুভবী কে? সব মিলেমিশে গেল যে!