আনন্দ সংবাদ! আনন্দ সংবাদ! আনন্দ সংবাদ!
বেলুড় মঠে একটি প্রকাণ্ড কনভেনশান হল গঠিত হইতেছে।
খরচ?
মাত্র কুড়ি কোটি..২০ কোটি...20 crore....
উপযোগিতা?
উহাতে : -
১) অ্যাট্রিয়াম থাকিবেক ( atrium is a part of building such as hotel or shopping centre that extends up through several floors of the building and often has a glass roof.....ডিক্সনারি মতে)
২) ভক্তদের "refreshment" এর ব্যবস্থা থাকিবে।
৩) ক্যাফেটেরিয়া থাকিবেক
৪) রিসেপশান হল থাকিবেক
৫) তিনটে হলে উচ্চ প্রযুক্তির অডিও ভিস্যুয়াল থাকিবেক
৬) wirless ব্রডব্যান্ড রহিবে
আসুন। ভক্ত হইবার আর কি কি সুবিধা চান? অ্যাঁ! বলি তেনারা কষ্টেসৃষ্টে ভিক্ষালব্ধ পয়সায় আপনাকে সৎ, ভক্তিমান, দেশোদ্ধারে ব্রতী হইবার জন্য বিনিদ্র রজনী কাটাইয়া ইহা পরিকল্পনা করিয়াছেন। দলে দলে যোগ দিন। স্বামীজির স্বপ্ন সার্থক করুন। নিন্দুকের কথায় কান দিবেন না। উহারা নাস্তিক। জীবে শিব দেখিয়া সেবার ভাবটি রপ্ত করিতে পারিতেছে না। তো কি হইল? সব শিবেরা ক্যাফেটেরিয়ায় খাইবেন, পূজ্যপাদ মহারাজদিগের ভাষণ শুনিবেন আরাম করিয়া - কি কষ্টে ঠাকুর-মা-স্বামীজি এই দেশের মানুষ গড়িতে ব্রতী হইয়াছিলেন। শুনিতে শুনিতে ভক্তের চোখে নিদ্রা জড়াইলে ক্যাফেটেরিয়ায় ফের যাইবেন। ঘুম তাড়াইয়া ফের আসিবেন। অডিও ভিস্যুয়াল দেখিতে দেখিতে "আরিব্বাস!!" বলিয়া লাফাইয়া উঠিবেন। ভক্তির পারা কেমন চড়চড় করিয়া বাড়িয়া চলে দেখিবেন...হুঁ!
জয় ঠাকুর! জয় মা! রক্ষা করো!
মাইরি বলে এ দেশ নাকি গরীব? বলি কলকাতার রাস্তায় একখেন ভিখারি দ্যাখসেন? অগোরা যে হাস্পাতাল গড়সে ভেলোরে, আপনে তার চেয়ে কোটিগুন উন্নত রামকৃষ্ণ সেবা প্রতিষ্ঠান দ্যাহেন নাই? কত কত মানুষ সারা ভারত থেকে কলকাতায় আসেন সেবাপ্রতিষ্ঠানে চিকিৎসার জন্য তা জানেন????????
মিথ্যা অপপ্রচার কইর্যা অমন শিশুর মত সরল, সেবাপ্রাণ মানুষগুলানের নামে বদনাম!!!
ছি সৌরভ! ছিঃ ছিঃ সৌরভ! কি নেমকহারামি রে বাবা!!!
রক্ষা করো প্রভু... ভক্তি দাও... চোখদুটোতে ঠুলি দে মা... ভক্ত হওয়ার তো আমারও সাধ!!!!!
সৌরভ ভট্টাচার্য
18 September 2017