sumanasya
10 March 2024
তার দিকে তাকিয়ে থাকে রোদ
তার দিকে তাকিয়ে থাকে গাছ
আর তাকিয়ে ডালে বসে থাকা পাখি
তার জন্যে ভেসে বেড়ায় বাতাস
তার জন্যে আকুল ফুলের গন্ধ
তার জন্য ফিরে ঘুরে আসে দিন
তার জন্য ঘুরে ফিরে আসে রাত
তার চোখের পলকে পলকে
এত ছন্দ, এত সুর, এত আনন্দ-পরমাদ
তার মুখের উপর
এক উদাসীন নিষ্ঠুরের বাস
তার বুকের উপর ছলনাময় নদী
সে ডাকে
ফিরে আসার রাস্তায় ওড়ে ধুলো
সূর্যাস্তের রঙে জাগে বিষাদ
তার স্মৃতি নিশাচরের মত জাগিয়ে রাখে রাত
ভোর হয়
তারই জন্য আবার
শিশিরভেজা ঘাসে
তারই সুস্পষ্ট পায়ের ছাপ