সৌরভ ভট্টাচার্য
22 May 2020
মূল কবিতা
=========
স্বাধীনতা মানে অন্ধকারে যতি
আমিও ভেবেছিলাম
জীবন মানে
এক ঝুড়ি নানা ফলের মত বিকল্প
এক সাজি নানা ফুলের মত অনেক
বেছে নাও সময় সুযোগ মত
কি চাও, কতটা চাও, কখন চাও
সম্ভাবনার কোনোখানে নেই ইতি
জীবন মানে
এক ঝুড়ি নানা ফলের মত বিকল্প
এক সাজি নানা ফুলের মত অনেক
বেছে নাও সময় সুযোগ মত
কি চাও, কতটা চাও, কখন চাও
সম্ভাবনার কোনোখানে নেই ইতি
পরে আমিও বুঝলাম
জীবন মানে
বিকল্পহীন নতি
জীবন মানে
বিকল্পহীন নতি
নিয়তি?
সংজ্ঞা জানি না
যেতে যেতে শুধু এটুকু বুঝেছি
আবার যদি হত শুরুর থেকে শুরু
আবার হত -
একই ভুল
একই ইচ্ছা
একই হার-জিতে
একই লাভ-ক্ষতি
যেতে যেতে শুধু এটুকু বুঝেছি
আবার যদি হত শুরুর থেকে শুরু
আবার হত -
একই ভুল
একই ইচ্ছা
একই হার-জিতে
একই লাভ-ক্ষতি
গড়িয়ে নামা পাথর যে গো
বিকল্প নেই
প্রবল বেগে আত্মহারা,
নতির দিকে গতি
বিকল্প নেই
প্রবল বেগে আত্মহারা,
নতির দিকে গতি