Skip to main content

অনবরত যদি রাস্তা বদলালে

অনবরত যদি ভাবলে

    আসলে সব রাস্তাই

        গেছে ভুল গন্তব্যে

 

তবে তো জানলেই না

সব রাস্তাই মেশে গিয়ে

    আরেকটা রাস্তায়

 

যে রাস্তার শেষে কোনো গন্তব্য নেই

  আছে একটা ফাঁকা মাঠ

    আর একফালি চাঁদ বুকে

      দিগন্তলীন আকাশ

Category