sumanasya 17 November 2022 অনবরত যদি রাস্তা বদলালে অনবরত যদি ভাবলে আসলে সব রাস্তাই গেছে ভুল গন্তব্যে তবে তো জানলেই না সব রাস্তাই মেশে গিয়ে আরেকটা রাস্তায় যে রাস্তার শেষে কোনো গন্তব্য নেই আছে একটা ফাঁকা মাঠ আর একফালি চাঁদ বুকে দিগন্তলীন আকাশ Category কবিতা Log in or register to post comments13 views