সৌরভ ভট্টাচার্য
5 November 2016
দীঘির জলে আকাশ দেখল একজোড়া চোখ। দীঘি হল আকাশ।
নিজের ভিতর ডুব দিল আরেক জোড়া চোখ,
আকাশ কই?
বাতাস বইল। ঝড় উঠল।
জল কই?
অন্ধকারে কিচ্ছু দেখা যায় না
আলো কই?
এমন সময় পায়ের পাতায় লাগল দীঘির জল। বুকের মধ্যে কুলকুল শব্দ। জল আসছে।
চোখে পড়ল আলো। আকাশ জাগল বুকের খাঁচা ভেঙেচুরে।
একটা পাখি কোথা থেকে উড়ে এলো।
বলল সে আমায় চেনে, আকাশকে চেনে, আর আরেকজনকে চেনে।
বললাম, কে সে আরেকজন?
ঠাণ্ডা বাতাস লাগল মুখে। শীতল একটা ছোঁয়া বুকের রন্ধ্রে রন্ধ্রে বয়ে গেল।
মনে হল আমিও চিনি তাকে। পাখিটা উড়ে মিলিয়ে গেল অসীমে। তার ছায়াটা মিলিয়ে গেল আমাতে। দোটানাতে একটানারই সুর - আনন্দলহরী বাজল চারদিকে।
(ছবিঃ Samiran Nandi)