সৌরভ ভট্টাচার্য
17 October 2014
এইতো আমি রাস্তায়।
আমার-
অমুকের মত চশমা
তমুকের মত জুতো
অমুকের মত জামা
তমুকের মত কলার
অমুকের মত প্যান্ট
তমুকের মত ইনার
আমি-
অমুকের মত কথা বলি
তমুকের মত খাই
অমুকের মত হাঁটি
তমুকের মত শুই
না পেলে আমি "চাই না" বলি
পেলেই বলি "এটাই"
অমুকের নীতি তমুকের ঘাড়ে
সুযোগ বুঝে চাপাই।
আমি কখনো অমুক
কখনো তমুক,
কখনো- অমুক তমুক দুই
অমুকের গায়ে পা রেখে
আমি তমুকের কোলে শুই।