Skip to main content
Aam

আম্রমুকুল সৌগন্ধে....

একজন দার্শনিক বলেছিলেন, যত মুকুল ধরার সে ধরবেই, তবে সব মুকুলেই ফল হবে না। কিন্তু মুকুল হবে অজস্র।

মুকুল স্বপ্নের মত। সব সত্যি হবে না। স্বপ্নকে সার্থক করতেই শুধু যে সাহস লাগে তা তো নয়, ব্যর্থ হয়ে যাওয়া স্বপ্নগুলোকে নিঃশব্দে বয়ে নিয়ে বেড়াতেও সাহস লাগে, বোধহয় তার চাইতে অনেক বেশি। সব ব্যর্থতাই কি শুধু নিজের একার জন্য হয়? ভুল সময়, ভুল সিদ্ধান্ত, ভুল মানুষ... এও তো হয়।

জেদ ধরে বসে থাকলে শুধুই সময় নষ্ট। জেদকে জেতাতে গিয়ে অনেক মূল্যবান সময় নষ্ট হয়ে যায়। মূল্যবান সময় মানে কি? প্রতিটা ক্ষণ, প্রতিটা শ্বাস। কিছু জমুক না জমুক, শুধু জীবন বয়ে চলুক।