Skip to main content

দেখো, তোমার ভালবাসা গ্রহণমুক্ত আজ
দুঃস্বপ্নের পাখিরা ওই গা ঝাড়া দিল
তোমার বিন্দু বিন্দু অশ্রুতেই হবে সাগর
ততদিন শুধু হাসিটা জীবিত রেখো

কোনো দিগন্তে সূর্যাস্ত যদি দেখো
জেনো, কোনো দিগন্তে সূর্যোদয়ও আজ
রাতের গুহায় কান্না ঘুমিয়ে আছে
তোমার বুকের তলায় গঙ্গোত্রীর ডাক

কৃষ্ণপক্ষের চাঁদের আলোয় তুমি
ঝরণা নামছে আলোর মুক্তো গায়ে
উঠানে দেওয়ালে আলপনা দেওয়া শেষ
হাত বাড়িয়েছি, উঠে এসো ভাঙা নায়ে

তোমাতে আমাতে হালেতে নদীতে একা
পরোয়া করিনা ঝড় তুফানের চোখ
মরণ এসেছে ডেকেছে শিউলি বোঁটায়
আমন্ত্রণ আজ, গড়তে বিশ্বলোক

Category