Skip to main content

অ্যাসিড ছোঁড়াটা আটকাতাম কি করে তোমার?
    ওটা তো তোমার রুচি

শুধু এটুকু অনুরোধ, (তাও রাখবে না জানি, তবু)
    অ্যাসিডটা ছোঁড়ার আগে কিছুটা অ্যাসিড নিজের হাতেও ঢেলে নিও
   ভালোই তো বাসো আমায়। 
      দেখবে না নিজে? তোমার অ্যাসিড কতটা জ্বালা ধরাতে পারে?

আমার এই মুখটার উপরেই এত আক্রোশ তো তোমার?!
    সে আক্রোশের চিহ্ন থাক না তোমার হাতেও
অন্তত পরেরবারের মেয়েটা জানবে -
         মানুষটা এতো ভালোবাসাও বাসতে পারে!
                       বেসেছিলো কাউকে একদিন!

Category