সৌরভ ভট্টাচার্য
25 August 2016
যিনি এসে দাঁড়ালেন,
তিনি গৌতম নন। তিনি বুদ্ধ।
সামনে তৃষ্ণার্ত মানুষের
নিশিযাপন যুগান্তের অন্ধকারে।
বুদ্ধের কমললোচন স্নিগ্ধ করুণ জ্যোতিতে
স্বর্গের দেবতারাও হলেন উৎকর্ণ
পাতালবাসী অসুরদের সাথে
কি বলবেন শাক্যমুনি?
বুদ্ধ বললেন -
মানবের শ্রেষ্ঠ আসন মৈত্রীতে
মানবের শ্রেষ্ঠ পূজা অহিংসা
মানবের শ্রেষ্ঠ পূর্নতা মানবতা
(ছবিঃ দেবাশীষ বোস)