“Man prefers peace, and even death, to the freedom of discerning good and evil for himself. There is nothing more unbearable to man than freedom of conscience.” Brothers Karamazov
আমিও আজ্ঞাবহ।
আমার বিবেকের নই। আসলে বিবেক বলে কিছু হয় না। কিছু পুরোনো অভ্যাস আর সামাজিক প্রথার সমীকরণ।
আমার হৃদয়ের নই। সে তো অস্পষ্ট কাঁচ। কখন কার মুখে কার ভাব বসে, কে বলতে পারে?
আমার বুদ্ধির নই। সে অনেক কিছুতে মিশ্রিত উপকরণ। চালতে চালতে আসলে নকলে একাকার।
আমিও আজ্ঞাবহ।
কোনো প্রতিষ্ঠান, কোনো পৌরাণিক কী ঐতিহাসিক আলোকিত আত্মা, কোনো বই, কোনো মত, কোনো বিশ্বাস, কোনো আদর্শের নই।
আমিও আজ্ঞাবহ
যেখানে আমার আনন্দ, গভীর দুঃখের বিস্ময়ে আঁখিজলে এসে মেশে, ভয়হীন নমনীয়তায়। ভাষাহীন, শর্তহীন, সব বিকল্প হারানো সেই আলোর ঝর্ণাধারার সামনে নতজানু আমি, আজীবন।
আমার দ্বিধাহীন আজ্ঞাবহতায়।
“We have corrected Thy work and founded it upon miracle, mystery, and authority. Men rejoice that they are once more led like sheep, and that the terrible gift of freedom, which brought them so much suffering, has been taken from them.” Brothers Karamazov