Skip to main content
amio achi

যদি তুমি বুক চিতিয়ে দাঁড়াতে পারো
   কারণ তুমি সুকৌশলে মিথ্যা বলতে পারো বলে

তবে জেনো, আমিও আছি
        যে তোমার কথা শুনি না

যদি তুমি বুক চিতিয়ে দাঁড়াতে পারো
     তোমার পিছনে হাজার হাজার অন্ধ হুজুগে হাঁটে বলে

তবে জেনো, আমিও আছি
     যে তোমার পিছনে হাঁটি না

যদি তুমি বুক চিতিয়ে দাঁড়াতে পারো
     তোমার অনেক সৈন্য-সামন্ত বলে

তবে জেনো, আমিও আছি
        যার বিবেক-বুদ্ধি ভয়ের ধার ধারে না

যদি তুমি বুক চিতিয়ে দাঁড়াতে পারো
লক্ষ বছর চাবুক চালানোর লোভে

তবে জেনো, আমি শুধু না,
   সময়ও আছে
       ইতিহাস যাকে 
           এক পাও ছেড়ে চলে না

[ছবিঃ সুমন]

Category