Skip to main content

আমি ঘুমন্ত অবস্থায় চলতে পারি না
আমি ঘুমন্ত অবস্থায় কথা বলতে পারি না
আমি ঘুমন্ত অবস্থায় সিদ্ধান্ত নিতে পারি না

অবাক হয়ে দেখছি তোমরা কি অনায়াসে পারো

আমি তো ঘুমন্ত মানুষের সাথে তর্ক করতে পারি না
   তাই তোমাদের দুঃস্বপ্নে চমকে ওঠাকে সতর্কতা বলতে পারি না
              সুখস্বপ্নতে বিহ্বল হওয়াতে হাততালি দিতেও পারি না

Category