সৌরভ ভট্টাচার্য
19 November 2018
আমি ঘুমন্ত অবস্থায় চলতে পারি না
আমি ঘুমন্ত অবস্থায় কথা বলতে পারি না
আমি ঘুমন্ত অবস্থায় সিদ্ধান্ত নিতে পারি না
অবাক হয়ে দেখছি তোমরা কি অনায়াসে পারো
আমি তো ঘুমন্ত মানুষের সাথে তর্ক করতে পারি না
তাই তোমাদের দুঃস্বপ্নে চমকে ওঠাকে সতর্কতা বলতে পারি না
সুখস্বপ্নতে বিহ্বল হওয়াতে হাততালি দিতেও পারি না